করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সিলেটে অভিযান
মাস্ক নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নগরীসহ বিভিন্ন উপজেলা অভিযান চলছে। সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে।’
এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।