করোনায় আরও পাঁচজন আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২৫০ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আটজন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সন্দেহে ৩৯১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ৩৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।
০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।