করোনায় তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮ জন : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া তিনজন মৃত্যুবরণ করেছেন।’
এ ছাড়া ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালের থেকে নতুন করে করোনা রোগী আক্রান্ত কম হওয়া এটা স্বস্তির খবর। এটা একটা ভালো সংবাদ। তিনি বলেন, ‘আমরা নতুন করে তিনটি হাসপাতালকে করোনা রোগীর জন্য সুসজ্জিত করছি। এ বিষয়ে আগেও বলেছি, বসুন্ধরা কনভেনশন সেন্টারকে দুই হাজার বেডে উন্নীত করা হচ্ছে। ঢাকা সিটি উত্তর করপোরেশনে এক হাজার ৩০০ বেডে উন্নীত করা হচ্ছে। উত্তরা দিয়াবাড়িতে আমরা এক হাজার ২০০ বেডে উন্নীত করছি। সর্বমোট সাড়ে চার হাজার বেডের সংস্থান হবে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো বেশ কয়েকটি হাসপাতালে করোনার চিকিৎসার জন্য প্রয়োজন। আমাদের বেশ কয়েকটি হাসপাতালের চিন্তা রয়েছে।’
অপরদিকে নিয়মিত বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এতে সুস্থ রোগী সংখ্যা ৩৬ এ দাঁড়াল। তিনি বলেন, অসুস্থ রোগীদের শরীরে পরপর দুটি পরীক্ষায় আমরা যখন দেখতে পাই করোনার সংক্রমণ নাই তখন তাকে ধরে নেই সে আর করোনায় আক্রান্ত নয়।
মীরজাদী সেব্রিনা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার মধ্যে রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ১৭ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছে ১৫ জন। এদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী। ৫৮ জন আক্রান্তের মধ্যে ১৪ জনই ঢাকা শহরের। নারায়ণগঞ্জের আটজন। বাকিরা অন্য জেলার।