করোনায় দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান নামের আরো এক চিকিৎসক মারা গেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ হেমাটোলজিস্ট ছিলেন। তিনি হেমাটোলজি এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি।
আজ সোমবার সকালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. এহতেশামুল হক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ড. মো. এহতেশামুল হক বলেন, ‘গতকালও তিনি হাসপাতালে এসেছিলেন। কাজ শেষে তিনি তাঁর মিরপুর ডিওএইচএসের বাসায় ফেরেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হন। অসুস্থ হলে তাঁকে সিএমএইচ নেওয়া হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'
অধ্যাপক ড. মো. এহতেশামুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়ার এই খবরে আমরা আমাদের হাসপাতালের চারজন টেকনিশিয়ানকে কোয়ারেন্টিনে পাঠিয়েছি। যে চারজন মৃত ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন। তিনি মূলত রক্তের পরীক্ষার ব্যাপারগুলো দেখতেন। কোনো রোগী তিনি দেখতেন না।'