করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা। ঢাকার বিভিন্ন এলাকায় ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপরেই পাশে জেলা নারায়ণগঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে। নারায়ণগঞ্জের ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের শরীরে। এর মধ্যে রাজধানীর ঢাকায় ২০ জন, নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরানীগঞ্জ একজন ও চট্টগ্রামে একজন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে। এদের মধ্যে ১০ বছরের নিচে একজন শিশু রয়েছে। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ৬০ বছরের উপরে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন রয়েছেন।
আইইডিসিআরের পরিচালক বলেন, দেশে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৬৪ জন, এর মধ্যে আজকে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। এদের মধ্যে দুজন ঢাকার ও তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।