করোনায় মাগুরার জেলা রেজিস্ট্রারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রেজিস্ট্রার আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনা উপসর্গ নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল এবং পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন রেজিস্ট্রার আবুল বাশার। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন আবুল বাশার। তাঁর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এ ছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।