করোনায় মারা গেলেন সাবেক ডিএজি মঞ্জু নাজনীন রোজী
করোনায় আক্রান্ত হয়ে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু নাজনীন রোজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোজী মারা যান।
সহকারী অ্যাটর্নি জেনারেল এফ আর খান আইনজীবী রোজীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এফ আর খান আরও বলেন, প্রায় ২০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঞ্জু নাজনীন রোজী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেছেন।
নাজনীন রোজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তিনি আইনাঙ্গনে আওয়ামী লীগপন্থি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন।