করোনায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, ৪৩৪ নতুন আক্রান্ত
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। অনলাইন ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা বলেন,গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭৭৯ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাদের মধ্যে ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। গতকালের চেয়ে সাত ভাগ বেশি পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা আরো বলেন, নতুন মৃত ৯ জনের মধ্যে পুরুষ পাঁচজন এবং নারী চারজন। তিনি বলেন, মৃতদের মধ্যে তিন জনের বয়স ৬০ বছরের বেশি,৫০ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুজন। এ পর্যন্ত ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এ ছাড়া এ পর্যন্ত সর্বমোট ২৯ হাজার ৫৭৮ জনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানান নাসিমা সুলতানা। তিনি আরো বলেন, বরাবরের মত এবারও ঢাকা জেলায় বেশি রোগী শনাক্ত হয়েছে।