‘করোনা আতঙ্কে‘ পাঁচতলা থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যা!
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার পাঁচতলা ভাড়া বাসার সামনের রাস্তা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল তোফাজ্জল হোসেনের লাশ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘তোফাজ্জলের লাশটি তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।’
দুপুরে মশিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘তোফাজ্জল করোনাভাইরাস নিয়ে সব সময় দুশ্চিন্তা করতেন। এই দুশ্চিন্তা থেকে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আজ সকালে আত্মহত্যা করেছেন। বিষয়টি আমরা তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তিনি আমাদের কাছে এই কথা জানিয়েছেন।’
ওসি আরো বলেন, ‘করোনা আতঙ্ক থেকে তিনি গত ২৮ এপ্রিল আইইডিসিআরে যোগাযোগ করে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ২৯ এপ্রিল রিপোর্টে তাঁর করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি সব সময় অস্থির থাকতেন বলে তাঁর স্ত্রী আমাকে জানিয়েছেন। তোফাজ্জেল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।’
‘তোফাজ্জলের স্ত্রী জানিয়েছেন, স্বামীর ধারণা ছিল, তাঁর করোনা হয়েছে। কিন্তু পরীক্ষা করার পরও তা ধরা পড়েনি। তোফাজ্জেল সব সময় স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে টেনশন করতেন। গতকাল রাতে টেনশন করতে করতে ঘুমের ওষুধও খান তিনি। কিন্তু তাঁর ঘুম আসেনি। আর সকালে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।’
মশিউর রহমান আরো বলেন, ‘তবে এই আত্মহত্যার পেছনে আর কোনো কারণ আছে কি না, তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। সকালে তোফাজ্জেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি আমরা। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’