করোনা ঠেকাতে ফেনীর সীমান্ত হাট বন্ধ ঘোষণা
করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেনীর ছাগলনাইয়া এবং ভারতের শ্রীনগর সীমান্তের বর্ডার হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হাট ব্যবস্থাপনা কমিটি। তবে বাংলাদেশ-ভারত সীমান্তের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে মালামাল রপ্তানি ও যাত্রী চলাচল চালু রয়েছে।
যাত্রীদের দেহে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা তা মেডিকেল চেকআপের জন্য স্বাস্থ্য বিভাগের একজন মেডিকেল অফিসার ও তিনজন সহকারী দিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের কাজ অব্যাহত রেখেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত মেডিকেল বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে। যতদিন করোনাভাইরাসের প্রকোপ বন্ধ না হবে ততদিন এ মেডিকেল বোর্ড চালু থাকবে।
গতকাল সোমবার সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক বর্ডার হাট আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাট ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় হাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত হাট বন্ধ থাকবে।
গোলাম জাকারিয়া আরো বলেন, ‘আমরা এ ব্যাপারে ভারতে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত তাদের থেকে কোনো উত্তর পাইনি। তবে মৌখিকভাবে তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। আশা করি তারাও এ ব্যাপারে সম্মতি দেবে।’
হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ থাকবে।
দুই দেশের মধ্যে সম্প্রীতি বাড়ানো ও বাণিজ্য প্রসারে বাংলাদেশের ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর সীমান্তে ২০১৫ সালের ১৩ জানুয়ারি চালু হয় দেশের তৃতীয় সীমান্ত হাট। হাটের শুরুতে দুই দেশের আশপাশের পাঁচ কিলোমিটারে বসবাসরত গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাবেচাই ছিল মূল লক্ষ্য। তবে প্রতি মঙ্গলবার বসা এ হাটে দূর দূরান্ত থেকে ক্রেতারা গাড়ি হাঁকিয়ে ঢুকে অবাধে ভারতীয় মাল কিনছেন।