করোনা প্রাণ নিল হেলাল খানের বাবার, যুক্তরাষ্ট্রে দাফন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘হাছন রাজা’খ্যাত চিত্রনায়ক হেলাল খানের বাবা মৌলানা আবদুন নুর খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার যুক্তরাষ্ট্রে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হেলাল খানের বাবা।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘যেহেতু এখন মরদেহ দেশে আনা সম্ভব নয়, তাই গতকাল যুক্তরাষ্ট্রে তাঁর দাফন করা হয়েছে। সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।
গতকাল যুক্তরাজ্যের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ফেসবুজ পেজে লেখা হয়, ‘জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী সদস্য হেলাল খানের বাবা আলহাজ মৌলানা আবদুন নূর খান নিউইয়র্ক সময় রাত ১টা ২৫ মিনিট বাংলাদেশ সময় অদ্য সকাল ১১টা ২৫ মিনিটে করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।’
সেখানে আরো লেখা হয়, ‘মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তাওফিক দিন।’
এর আগে চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তাঁর বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার বাবা মৌলানা আবদুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।’
বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরো জানান, তাঁর ছোট ভাই মাহবুব খান ও তাঁর স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা দুজন অনেকটা সুস্থতার পথে।
এদিকে, হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেতা ও প্রযোজক হেলাল খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ‘প্রিয় তুমি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৯৫ সালে তাঁর ঢালিউডে যাত্রা শুরু। এ পর্যন্ত ৫০টির বেশি ছবিতে কাজ করেছেন। হেলাল ২০০২ ও ২০০৩ সালে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তবে দীর্ঘদিন ধরে হেলাল খান অভিনয় থেকে দূরে রয়েছেন। ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।