করোনা সংক্রমণ কমে আসায় ব্রিফিং বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসার কারণেই সরাসরি ব্রিফিং না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ‘ব্রিফিং বন্ধ হলেও তথ্যের কোনো ঘাটতি হবে না।‘
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা বিষয়ে প্রতিদিনের ব্রিফিং করে এর ইতি টানেন। ওই দিন তিনি বলেন, ‘অনলাইনে আর ব্রিফিং হবে না। এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য পাবে গণমাধ্যমগুলো।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী জানান, আগামী মাসেই কয়েকটি সরকারি হাসপাতাল কোভিড-১৯-এ আক্রান্তদের চিকিৎসার জন্য রেখে বাকি হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে। আজকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
ক্যানসারের চিকিৎসায় প্রতিটি বিভাগে ৩০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।