করোনা সন্দেহে মৃতদের নমুনায় কোভিড-১৯ ছিল না
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ঘোষিত ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে সন্দেহভাজন মৃত ব্যক্তিদের দেহে কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগ তৈরি হয়েছিল। যাদের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির সৎকারের আগে আমরা তথ্য পেয়েছি, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। তাদের ভেতরে কারো দেহেই কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়া যায়নি।’
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সেজন্য আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, মৃত্যু হলেই কোভিড-১৯ ভেবে দুশ্চিন্তাগ্রস্ত বা আতঙ্কিত হবেন না। সব রোগী, যাদের মধ্যে মনে হয় কোভিড ১৯-এর সংক্রমণ থাকতে পারে তাদের প্রত্যেকের নমুনা পরীক্ষা করে আমরা নিশ্চিত করছি রোগীর সংখ্যা।’
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, ‘যাদের মধ্যে আমরা সন্দেহ করব করোনার উপস্থিতি রয়েছে, তাদের প্রত্যেকের নমুনা পরীক্ষা করতে চাই। যাতে কোনো আক্রান্ত ব্যক্তি সমাজের ভেতর রয়ে না যান, যার কাছ থেকে সমাজে ছড়িয়ে (করোনাভাইরাস) পড়তে না পারে। এবং তার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই।’
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা ১৪০ জনের মধ্যে আমরা নতুন করে আরো দুজনের মধ্যে কোভিড ১৯-এর সংক্রমণ পেয়েছি। এখন সর্বমোট রোগীর সংখ্যা ৫১। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬০২ জনের।’
‘আক্রান্ত নতুন দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তাঁর ডায়াবেটিস আছে। আরেকজনের বয়স ৫৫ বছর। কোভিড-১৯ ছাড়াও তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। তাঁরা দুজনই ভালো আছেন। তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১৩ জন। ৩৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানান মীরজাদী সেব্রিনা।