করোনা সন্দেহে সাতজনের নমুনা পরীক্ষা, আইসোলেশনে আটজন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে ভাইরাসটি শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা সাতজনের নমুনা পরীক্ষা করেছি। গতকাল যে সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেখানে আমরা করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিনজন।’
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘করোনা আক্রান্ত এই তিনজন বাদে হাসপাতালের আইসোলেশনে (বিচ্ছিন্নভাবে) আছেন আটজন। এই আটজন আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া আমরা আরো চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছি। আইইডিসিআরে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত সেবাগ্রহীতার সংখ্যা ২৫ জন। ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সেবা নিয়েছেন ২২৫ জন। ’
মীরজাদী সেব্রিনা বলেন, ‘করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল দিয়েছেন দুই হাজার ৭৭৮ জন। গত ২১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হটলাইনে মোট কলের সংখ্যা সাত হাজার ৭১০ জন। তবে এর মধ্যে বেশ কিছু কল আছে মাস্ক কোথায় পাবেন বা তার পরীক্ষা করার দরকার আছে কি না-এসব সংক্রান্ত।’