কর্মীদের বাসায় থাকার নির্দেশ দিল ব্র্যাক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাসায় থেকেই অফিসের কাজ করবেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা। আগামী রোববার থেকে তা কার্যকর হচ্ছে। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে দুই হাজার কর্মীর মধ্যে যারা বর্তমান পরিস্থিতিতে জরুরি কাজে নিয়োজিত নেই, তারা আগামী রোববার থেকে অফিসে আসবেন না। ২৮ মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
আজ বুধবার সকালে ব্র্যাকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভার পর এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
প্রধান কার্যালয়ের বাইরে দেশব্যাপী প্রতিষ্ঠানটির কর্মীদের সীমিত পরিসরে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।