কাদিয়ানিরা স্বাধীনতারও শত্রু : হেফাজত আমির
কাদিয়ানিরা শুধু ইসলামের শত্রু নয়, গোটা বাংলাদেশের স্বাধীনতার শত্রু বলে উল্লেখ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলামের আমির মুসল্লিদের উদ্দেশে আরো বলেন, ‘এই নাস্তিকরা ও কাদিয়ানিরা আপনার শত্রু। প্রধানমন্ত্রী বলেছেন, এ দেশ চলবে মদিনা সনদে। এদেশ ভারত, আমেরিকা কিংবা চীনের সনদে চলবে না। তাই এ দেশ চলতে পারে নবী করিম (সা.)-এর দেশের সনদে।’
আজ শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফ্রান্সের রাষ্ট্রীয় উদ্যোগে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এসব বলেন আমির।
জুনায়েদ বাবুনগরী আরো বলেন, ‘কাদিয়ানিরা স্বাধীনতাবিরোধী, তারা দেশের শত্রু। রাষ্ট্রীয়ভাবে এদের বয়কট করতে হবে। সেইসঙ্গে নাস্তিকরাও এই দেশ এবং ইসলামের শত্রু।‘ এদের প্রশ্রয় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন। আজকের এ সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।