কাদের মির্জাকে থামাতে হবে : সাংসদ একরাম
নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সরিয়ে ভালো একজন নেতা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘বসুরহাটে একটা পাগল জন্মেছে, সেটা হলো মির্জা পাগল। এ পাগলকে থামাতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আরও অনুরোধ করেন, ‘বসুরহাটে পাগলকে নামিয়ে দিয়ে পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব দিন। জনগণ ওই নেতৃত্ব চায়, যে মেয়র প্রতিটি মুহূর্তে শহরের নেতাকর্মীকে বুকে আগলে রাখবে।’
গতকাল রোববার বিকেলে সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে ৭ মার্চ ও আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশে আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় একরাম চৌধুরী বলেন, ‘আমার অনেক টাকা-পয়সা রয়েছে, তাই আমার ব্যক্তিগতভাবে কোনো টাকার লোভ নেই।’
সাংসদ এ সময় কাদের মির্জাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি কত শত কোটি টাকার মালিক হয়েছেন যে, এখন আর বসুরহাটের নেতাকর্মীদের খবর রাখেন না। তাই সামনে নেতাকর্মীরা আপনারও আর কোনো খবর রাখবে না।’
এ সময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।