কাপ্তাই হ্রদে ১ মে থেকে মাছ ধরা বন্ধ
প্রতি বছরের মতো এবারও ১ মে থেকে কাপ্তাই হ্রদে বন্ধ থাকবে মাছ ধরা। আগামী তিন মাসের জন্য এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময়ে হ্রদের ওপর নির্ভরশীল জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার।
আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হ্রদ পরিচালক কমিটির সভার সিদ্ধান্ত থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, প্রাথমিকভাবে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। হ্রদে পানির পরিমাণের ওপর নির্ভর করে সময় বাড়ানোও হতে পারে। তবে, হ্রদে পানির সীমা ঠিকঠাক থাকলেও তিন মাস নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে হ্রদ থেকে মৎস্য আহরণ, পরিবহণ ও বাজারজাত করা যাবে না।
বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, ‘বরাবরের মতোই এবারও আমরা তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময়ে আমরা হ্রদে কার্পজাতীয় মাছের পোনা ছাড়ব।’