কামরাঙ্গীরচরে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচরের সেভেনআপ মাঠের পাশে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে অপু (২১) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘কী নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিয়ে দুই রকম তথ্য পাচ্ছি। এক রকম তথ্য, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। অপর তথ্য, ওই যুবক একটি স্থানে পানি আনতে গিয়েছিলেন। পানি নেওয়াকে কেন্দ্র করে সেখানে প্রথমে তর্কাতর্কি হয়। এরপর তা বেড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সে সময় ওই যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তবে ওই যুবকের মামা মো. রিপন মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘অপু বাজার থেকে শাক কিনে বাসার দিকে যাচ্ছিল। সে সময় তাঁর সঙ্গে আরো তিন-চারজন ছিল। পথের মধ্যে দুই পক্ষ মারামারি করছিল। তখন সেখান থেকে এক পক্ষ অপুদের কাছে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য বলে। অপুসহ ওরা সেখানে গেলে পরে তা আরো বড় সংঘর্ষে রুপ নেয়। সে সময় অপুর মাথা ফেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে মারা যায়। এ ঘটনায় শামিম ও শিহাব নামে আরো দুজন আহত হয়। এর মধ্যে শামিমের পিঠে ধারালো চাকু দিয়ে টান দেওয়া হয়। এতে তাঁর পিঠে গুরুতর জখম হয়েছে।’
এদিকে ঘটনাস্থলে থাকা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত বলেন, ‘আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। এই ঘটনার পর পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। ঘটনা জানার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নানা রকম তথ্য পাওয়া গেছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘অপুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনা নানা রকম শুনছি। তবে ছোট ভাই বড় ভাই ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে।’