কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা সরবরাহ করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চেকপোস্টে এ যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. নয়ন রাজ (২২)।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, গতকাল বিকেলে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে যাওয়ার সময় নয়নের আচরণ সন্দেহ হয়। পরে কারারক্ষীরা কোনাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কারা ফটকের আরপি চেকপোস্টে নয়নকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাতে কোনাবাড়ী থানার পরিদর্শক মো. ইমতিয়াজ বাদী হয়ে নয়নের বিরুদ্ধে মামলা করেন। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।