পেটের ভেতর আড়াই হাজার ইয়াবা!
অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে মাদারীপুর র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার মো. মুহতাসিম রসুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গত রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে সদর উপজেলার চর লক্ষ্মীপুর এলাকা থেকে দুই হাজার ৪১৫ পিচ ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক বিপ্লব হোসেনের (৪০) বাড়ি সদর উপজেলার চর লক্ষ্মীপুর এলাকায় এবং মো. বায়েজিদ হোসেনের (২৮) বাড়ি রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদারীপুরের ইয়াবা পাচারকারীরা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছেন। তাঁরা টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের চর লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে প্রাথমিকভাবে মাদকের বিষয়টি অস্বীকার করলে তাদের আটক করে। মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পেট এক্স-রে করার কথা বলেন। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তাদের পেটে ডিম্বাকৃতির বস্তু রয়েছে। পরবর্তী সময়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে পেটে লাল টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪১টি ইয়াবার পোটলা রয়েছে। এতে মোট ২৪১৫ পিস ইয়াবা রয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
তারা চট্টগ্রামের টেকনাফ এলাকা থেকে এই ইয়াবার পোটলাগুলো খাবারের সঙ্গে গিলে খায় এবং পরে কলা ও পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে। এরপর তাঁদের কলা এবং পাউরুটি খাওয়ানো হলে হাসপাতালের টয়লেটে গিয়ে পায়ু পথ দিয়ে লাল টেপ মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ৪১টি পোটলা বের করে দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে মাদারীপুর, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।