কুমিল্লায় করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে আরও ১০ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫১ জনের।
আজ রোবাবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনায় আজ ১০ জনসহ মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫৩৫ জনে। এদের বেশির ভাগই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
জেলায় এক হাজার ৮২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৫১ জনের, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। শনাক্তের হার ৪১ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৫৯ জনের। এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে ১২ হাজার ৪২৭ জন।