কুমিল্লায় কর্মহীন নরসুন্দরদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
কুমিল্লায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ৪৫০ জন কর্মহীন নরসুন্দরদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার গতকাল শনিবার বিকেলে এই খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় সাংসদ বাহাউদ্দিন বাহার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। এর ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন।’
সাংসদ আরও বলেন, ‘লকডাউন চলা অবস্থায় কেউ যেন না খেয়ে থাকে, সেই উদ্দেশে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’ এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।