কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল প্রৌঢ় দম্পতির
কুমিল্লার বরুড়া-লালমাই সড়কে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁদের বহনকারী অটোরিকশার চালক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বরুড়া বাজারের ব্যবসায়ী ভৌতরী গ্রামের আবদুর রশিদ (৬০) ও তাঁর স্ত্রী বেগম আক্তার (৪৫)।
স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে অটোরিকশায় করে বেগম আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিলেন আবদুর রশিদ। পরে সন্ধ্যায় দুতিয়াপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ওই দম্পতি। এ ছাড়া আহত হন অটোরিকশার চালক।
এ বিষয়ে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, হাইওয়ে পুলিশের একটি দল দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে।