কুমিল্লায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, এএসআইসহ আহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে ট্রাকের ধাক্কায় পুলিশের একটি মাইক্রোবাসে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে থানার একটি টহলদল মহাসড়কের ওই এলাকায় ডিউটি করছিল। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল নুর হোসেন মারা যান। নুর হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এএসআই) মহসিন মিয়া, কনস্টেবল ইছমাইল হোসেন এবং মাইক্রোচালক এরশাদ মিয়া আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে।