কুমিল্লায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬
কুমিল্লার বুড়িচং উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন আছেন। উপজেলার ময়নামতি এলাকার তুতবাগান নামক স্থানে আজ শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল, সাইফুল ইসলাম ও আলমগীর (৩৪)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি বেলাল জানান, আজ ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই জনের মধ্যে একজন ময়নামতি জেনারেল হাসপাতালে মারা যান। অন্যজন চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।