কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩০
কুমিল্লার নাঙ্গলকোটের বিরুলি গ্রামে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরুলি গ্রামের আনোয়ার হোসেন পাশের মোগরা গ্রামের কালিবাড়ির মেলা উপলক্ষে বেলুন বিক্রি জন্য গ্যাস সিলিন্ডারটি নিয়ে আসেন। বিকেলে তিনি বেলুনে গ্যাস ভরে সেগুলো বিক্রি জন্য জমা করছিলেন। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আনোয়ারসহ ৩০ জন আহত হয়। আহতদের বেশিরভাগই শিশু।
পরে আহতদের নাঙ্গলকোট উপজেলা হাসপাতাল নেওয়া হয়। তাদের অনেকের অবস্থার অবনতি ঘটতে থাকলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান ডা. মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম জানান, বেশিরভাগ রোগীর শরীরের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ ঝলসে গেছে। রাত ৯টা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৮ জনকে ভর্তি করা হয়েছে।