কুষ্টিয়ায় অস্ত্র-ইয়াবা জব্দ, আটক ১
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান তোতা নামের এক ব্যক্তিতে আটক এবং বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগজিন, চাকু ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের মজমপুরের ক্রিস্টাল টাওয়ারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
তবে আটককৃত আসাদুজ্জামান তোতা দাবি করেন ওই ঘরে তাঁর ছেলে শাহারিয়ার জামান শাওন থাকেন। তাই এসব অস্ত্র এবং মাদকের ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, আজ সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর মজমপুর এলাকার ক্রিস্টাল টাওয়ারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় বিষয়টি টের পেয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যান এ ঘটনার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামানের ছেলে শাহারিয়ার জামান শাওন। পরে শাওনের ঘর থেকে দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগজিন, দুটি ধারালো চাকু এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় শাওনের বাবা আসাদুজ্জামান তোতাকে আটক করা হয়েছে।
অভিযানে কুষ্টিয়া সদর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানসহ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।