কুষ্টিয়ায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুষ্টিয়ার কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। ছবি : এনটিভি
একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এরপর কুষ্টিয়ার জেলা পুলিশ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষে দলীয় নেতাকর্মী, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী চালক লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।