কুড়িগ্রামের চরাঞ্চলে ডিএইচ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরাঞ্চলে তিন শতাধিক পরিবারকে ইফতার ও করোনাকালীন খাদ্য সহায়তা দিয়েছে ইউরোপ ও কানাডাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিএইচ ফাউন্ডেশন।
আজ বুধবার দুপুরে উলিপুর উপজেলার কদমতলী হাইস্কুল মাঠে দলদলিয়া ইউনিয়নের দরিদ্র এসব পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ইফতার ও করোনাকালীন খাদ্য সহায়তা তুলে দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি এবং ডিএইচ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি আমিনুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তিস্তা অববাহিকার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ইউরোপ ও কানাডাভিত্তিক স্বেচ্ছাসেবী এই সংগঠন ডিএইচ ফাউন্ডেশন তিন বছর ধরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।