কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দুর্জয় (২০) নামের এক মোটরসাইকেলচাল নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে।
দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে বন্দবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুর্জয় হোসাইন মোটরসাইকেলে করে সকালে রৌমারী বাজারের দিকে যাওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে।
ওসি মুনতাসীর বিল্লাহ জানান, নিহত দুর্জয়ের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।