কুড়িগ্রামে বিল পাহারা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গতকাল মঙ্গলবার রাতে বিল পাহারা দিতে গিয়ে পাহারাদার মোবারক হোসেন (৬০) নামে একজন নিখোঁজ হন। পরে আজ বুধবার জাল ফেলে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে এ ঘটনা ঘটে। মৃত মোবারক দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মোবারক নিখোঁজ হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী জাল ফেলে খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।