কুয়াকাটায় নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, আহত ২৪
পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার মেলাপাড়ায় পোস্টার লাগিয়ে একটি মিছিল নিয়ে কুয়াকাটায় যাচ্ছিল। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের ১৮ সমর্থক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারেক মোল্লার সমর্থক ছয়জন আহত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে আনোয়ার ও বারেক মোল্লা একে অপরের ওপর দোষ চাপিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।