কেউ দুর্নীতি করলে ছাড়ব না : প্রধানমন্ত্রী
অনিয়মকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিন্দুমাত্র অনিয়ম ও দুর্নীতি করলে আমি তা বরদাশত করব না। তাকে কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না।
সারা দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে করোনাভাইরাস এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে কোনো খাদ্য সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। এ অবস্থায় কারসাজি করে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করলে, তা হবে দুঃখজনক। আমরা কোনো অবস্থায় এটা সহ্য করব না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের টানা ছুটি ঘোষণা করতে হয়েছে। এ জন্য অনেকেরই কিছুটা কষ্ট হচ্ছে।’ সবার কল্যাণে এ কষ্ট মেনে নেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘এখানে খেটে খাওয়া মানুষ রয়েছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সমস্যা একটু বেশি হচ্ছে। কৃষক, চা শ্রমিক, হিজড়া, বেদে সম্প্রদায়ের মানুষও কষ্ট পাচ্ছে। তাদের সহযোগিতা করা আমাদের সবারই দায়িত্ব। তাদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণসহ সরকারের অন্যান্য খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এসব সহায়তা তারা ঠিকমতো পাচ্ছে কি না, এটা জেলা প্রশাসকদের নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে আমরা সেটা সহ্য করব না।’
শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি সবাইকে গরিব ও অসহায় লোকজনের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ওয়ার্ড অনুযায়ী তালিকা করতে হবে। সেই অনুযায়ী সবাই যেন সাহায্য পায়। কেউ যেন বাদ না পড়ে, এটা নিশ্চিত করতে হবে। এমনটা যেন না হয়, কেউ বারবার পেল আর কেউ একেবারেই পেল না। সবাই যেন সহায়তা পায়, এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করব না।’