কেক বানাতে পচা ডিম, ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে কেক তৈরিতে পচা ডিম ব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পারিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইউএনও জানান, ওই বাজারে সাথী ও আলামিন নামের দুটি বেকারি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়ে বেকারি পণ্য উৎপাদন, বিপণন, অপরিষ্কার, নোংরা পরিবেশে পাউরুটি, কেক তৈরি, কেক তৈরিতে পচা ডিম ও ক্ষতিকর রং ব্যবহার করছিল। এরই পরিপ্রেক্ষিতে বেকারিতে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় বেকারি দুটিকে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।