কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন চানখারপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় সাহজুল ইসলাম সাজুর (১৯)। তাঁর শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজুর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। থাকতেন কেরানীগঞ্জ জিনজিরা আরিমারাবাদ এলাকায়। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি।
গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকায় অবস্থিত প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন লাগে। এ সময় ৩৫ জনের মতো দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া নিহতদের মধ্যে কয়েকজনের একটি তালিকা দিয়েছিলেন। এর মধ্যে আছেন সাজু, সোহান, ইমরান, রায়হান, বাবলু, সুজন, খালেক, জিয়ারুল ইসলাম, জাহাঙ্গীর, আলম, ফয়সাল, মেহেদি, ওমর ফারুক, সালাউদ্দিন, মাহাবুব, আবদুর রাজ্জাক ও মোত্তাকিম। তাঁরা সবাই চুনকুটিয়া এলাকায় থাকেন এবং ওই কারখানাতেই কাজ করতেন।
অগ্নিকাণ্ডের পর কারখানার মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মো. আলমের ভাই মো. জাহাঙ্গীর।