কোর্টের মালখানা থেকে ইয়াবা চুরি, গ্রেপ্তার পুলিশ
বান্দরবান সদর উপজেলায় ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কামাল (৩২)। তিনি বান্দরবান কোর্ট পুলিশে দায়িত্বরত ছিলেন। গতকাল সোমবার রাতে উপজেলার বালাঘাটা ভরাখালী গোদারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, মাদকদ্রব্য বিক্রির তথ্য পেয়ে ক্রেতা সেজে ১২০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে কোর্ট পুলিশের সদস্য। উদ্ধারকৃত ইয়াবাগুলো কোর্টের মালখানায় ধ্বংসের জন্য রাখা ইয়াবা থেকে গোপনে সরিয়ে নিয়েছিল ওই পুলিশ। পরে ইয়াবাগুলো বিক্রির সময় মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয় তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাতে ভরাখালীর গোদারপাড় এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক হাজার দুইশ পিস ইয়াবাসহ এক কোর্ট পুলিশকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের নির্দেশে আজ মঙ্গলবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।