খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে কর্নেল অলির শোক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ রোববার এক শোক বার্তায় অলি বলেন, ‘খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে এলডিপি পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্যপরায়ন ছিলেন। তিনি সততা ও একাগ্রতার সঙ্গে দায়িত্বপালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা এলডিপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
অলি আহমদ বলেন, ‘আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’