নয়াপল্টনে খন্দকার মাহবুবের কফিনে নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা। এ ছাড়াও বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
জানাজার নামাজ শেষে দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় মরহুমের কফিন। এরপর কফিনে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জানাজার নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব রহমান হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
এ ছাড়া জানাজার নামাজে অংশ নেন এনডিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
মরহুম খন্দকার মাহবুব হোসনের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাদ ফজর নামাজ বসুন্ধরা আবাসিক এলাকা ছাপড়া মসজিদে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল মিরপুর (বিএনএসবি) দ্বিতীয় জানাজার পর বিএনপি অফিসের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
চতুর্থ জানাজা বেলা ১২টায় চৌধুরীপাড়া মাটির মসজিদে এবং দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাঁকে।