খাগড়াছড়িতে ভারতীয় ওষুধসহ আটক ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্সফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১০ বস্তা ভারতীয় ওষুধ উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দীনমোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ছয় লাখ ২৫ হাজার ৮৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট, গরু মোটাতাজাকরণসহ আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ২০০ টাকার ওষুধ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অবৈধ ভারতীয় ওষুধ পাচারের সঙ্গে জড়িত দীনমোহন ত্রিপুরাসহ দুজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন। এই ঘটনায় অপর একজন পলাতক রয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ প্রবেশ করছে দেশে। এসব ভারতীয় ওষুধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে।