খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মেনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বার্মিজ ক্যালেন্ডার অনুযায়ী মারমা জনগোষ্ঠী একদিন আগেই দিবসটি পালন করেছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মঙ্গলবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে খাগড়াছড়ি জেলাসহ নয়টি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে মারমা ও চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ এ উৎসব উদযাপন করেছে।
সারা দেশে আগামীকাল বুধবার বড়ুয়া সম্প্রদায়সহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ উৎসব উদযাপন করবে।
এ উপলক্ষে খাগড়াছড়ি ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমায় উপাসক-উপাসিকা ও পুণ্যার্থীরা বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, লাভী শ্রেষ্ঠ অরহত সীবলী মহাথেরো অভিষেক অনুষ্ঠানসহ প্রদীপ পূজার আয়োজন করেন। সমবেত প্রার্থনায় করোনা মহামারি থেকে বিশ্বের সব মানুষের মুক্তি এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনাও করেছেন পুণ্যার্থীরা।
খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ করেন এ পুণ্য তিথিতেই। তিন স্মৃতি বিজড়িত এ পূর্ণিমা বিশ্বের সব জায়গায় বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ এবং মহা পরিনির্বাণ লাভ করেন।