খালেদা জিয়ার উপদেষ্টা মসিউর রহমান আর নেই
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি মঙ্গলবার দুুপুরে জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা রুমের দরজা খুলে দেখতে পান, তিনি বিছানায় অচেতন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
মসিউর রহমান জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।