খুদে বিজ্ঞানীদের ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিমেলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/28/jaypurhat-pic.jpg)
জয়পুরহাটে ১৬০ জন খুদে বিজ্ঞানীর উদ্ভাবিত ৮২টি গবেষণা প্রকল্প নিয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তিমেলা শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (সায়েন্স ল্যাবরেটরি) চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএম) এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।
এ সময় উপস্থিত অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।
এবার এ মেলায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন খুদে বিজ্ঞানীর উদ্ভাবিত মোট ৮২টি গবেষণা প্রকল্প (প্রজেক্ট) স্থান পেয়েছে।