বিআইএফএফের দেশীয় জুরি হলেন যারা

পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)। আগামী ২০ ফেব্রুয়ারি বগুড়ায় জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ আয়োজন। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত  এবারের উৎসবে  ৭টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জুরি হিসেবে থাকছেন  দেশের ও বিদেশের সনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা,...