‘কবিতায় প্রেম’ হয়েছে জোভান-কেয়ার
তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সেরকম। আশা করছি, সবার...
সর্বাধিক ক্লিক