খুব দ্রুতই একদলীয় শাসনের অবসান হবে : কর্নেল অলি
দেশে খুব দ্রুতই একদলীয় শাসনের অবসান হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম।
সাবেক মন্ত্রী বলেন, দেশ দীর্ঘদিন ধরে একদলীয় শাসনের কবলে পড়েছে। শান্তি নাই, ন্যায়বিচার প্রশাসন নির্বাচিত এবং গণতন্ত্রকে দাফন করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কারো জানমালের নিশ্চয়তা নাই। দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। সমগ্র দেশ ও জাতি আজ একশ্রেণির দুর্নীতিবাজ লুটেরা এবং লোভী রাজনীতিবিদদের হাতে জিম্মি। তারা আমাদের স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা বলতে অবশিষ্ট কিছুই নাই। দুর্নীতি ও মাদক সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে।
আজ রোববার বিকেলে স্বাধীনতার ৪৯ বছর শীর্ষক এক আলোচনা সভায় কর্নেল অলি আহমদ এসব কথা বলেন। এলডিপি এ আলোচনা সভার আয়োজন করে।
অলি আহমেদ বলেন, ‘মনে রাখবেন নীতি-নৈতিকতা বিবর্জিত জাতি কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। বাজার ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই অসহনীয় অবস্থা থেকে পরিত্রাণ প্রয়োজন। মানুষ অনেক রক্ত দিয়েছে। অনেক অবিচার অত্যাচার সহ্য করেছে। বর্তমান অবস্থা মানুষের সহ্য সীমা ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি খুব দ্রুতই একদলীয় শাসনের অবসান হবে ইনশা আল্লাহ।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। এতে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।