বর্তমান অবস্থা চলতে থাকলে দেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে : কর্নেল অলি
বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। আজ শনিবার (১৮ মে) মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, ‘বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিককে জেগে উঠতে হবে। অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে।’
এলডিপির এই নেতা বলেন, ‘ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় সাতটি দেশের নিরাপত্তার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের কোনো বিষয়ে নাক গলাতে চাই না। অন্য দেশের কোনো ক্ষতি হউক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না। কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কেকিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।