খুলনার পাইকগাছায় ১০ জুন থেকে লকডাউন
করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আগামী ১০ জুন থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এই লকডাউনের কথা নিশ্চিত করেছেন।
এ সময় উপজেলার কপিলমনি, চাঁদখালী, বাঁকা এবং কাঠিপাড়া বাজার বন্ধ থাকবে। এরই মধ্যেই এজন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
খুলনা জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আজ খুলনা ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫ শতাংশ, যা আগের দিন ছিল ২৬ শতাংশ।
সিভিল সার্জন এনটিভি অনলাইনকে জানান, এভাবে শনাক্তের হার বৃদ্ধি পেলে আগামীতে জেলা প্রশাসনের করোনাবিষয়ক মিটিংয়ে খুলনায় লকডাউন দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সুপারিশ করা হবে।