গণতন্ত্রের ওপর আঘাত মেনে নেওয়া হবে না : বাহাউদ্দিন নাছিম
গণতন্ত্রের ওপর কোনো আঘাত মেনে নেওয়া হবে না, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ রোববার (২ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘গণতন্ত্রের ওপর কোনো আঘাত আমরা মেনে নেব না। দেশের মর্যাদা রক্ষার জন্য গণতন্ত্রের ওপর আঘাতকারীদের প্রতিহত করা হবে। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের জাতিসত্তার ওপর আঘাত আনে, উন্নয়ন ও অগ্রগতিকে বন্ধ করে দিতে চায়, জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে তাদের প্রতিহত করা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ ও দেশের বাহিরে সকল সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আমাদের নেত্রী গণমানুষের নেত্রী। তিনি দেশের জন্য যেভাবে কাজ করছেন ও সকল দুর্যোগ যেভাবে মোকাবেলা করেছেন তা নজিরবিহীন।’
ব্লুমবার্গের প্রতিবেদনে প্রসঙ্গ টেনে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমটি বলছে, দেশের উন্নয়নের জন্য ও দেশকে এগিয়ে নেওয়ায় মানুষের নিরঙ্কুশ সমর্থনে চতুর্থবারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। গণমাধ্যমটি বলেছে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার সঙ্গে কারো তুলনা হয় না।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি কখনও দেশের ভালো দেখতে পারে না। তারা কখনও কখনও গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করে। গণমাধ্যমকর্মীরা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। দেশের বড় বড় কাজগুলো শেখ হাসিনার মাধ্যমে হয়েছে এটি বলতে যাদের লজ্জা লাগে, তারাই ষড়যন্ত্র করে।’
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘কুচক্রী মহল বিভিন্ন গণমাধ্যমের কাছে ও আন্তর্জাতিক সংস্থার কাছে এখনও মিথ্যাচার করছে। তারা বলে—বাংলাদেশে নাকি মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের পক্ষে কথা বলায় নাকি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এমন মিথ্যাচার অতীতেও হয়েছে। এগুলো করার মাধ্যমে তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’
খাদ্যসামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ সংগঠনটির নেতাকর্মীরা।