গণতন্ত্র হচ্ছে সংস্কারের পূর্ব শর্ত : জয়নুল আবেদীন

বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমানে দেশের মানুষের চাহিদা হচ্ছে তারা নির্বাচন চায়। তারা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই দেশের সংস্কার করতে চায়। তাই গণতন্ত্র হচ্ছে সংস্কারের পূর্ব শর্ত।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) বরিশাল জেলার বাবুগঞ্জ কলেজ মাঠে উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, ‘আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর আপনারা (জনসাধারণ) সংগ্রাম করেছেন। বিষধর সাপের কথা শুনে কোনো অবস্থাতেই নির্বাচন থেকে পিছিয়ে যাবেন না। গণতন্ত্র ছাড়া এদেশে কোনো উন্নয়ন হবে না। কোনো অবস্থাতে চাঁদাবাজ, দখলবাজের স্থান বিএনপিতে হবে না।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় এখন অনেকটা সুস্থ আছেন, অচিরেই তিনিসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান জয়নুল আবেদীন।
এ সময় প্রধান আলোচক ছিলেন—বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এ সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।