গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় ও মনোনয়ন বোর্ডের যৌথসভা
গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে আগামী ১১ এপ্রিল জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
এরই মধ্যে এসব এলাকায় দলীয়ভাবে প্রার্থী হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ৩ মার্চ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও কুয়েতে সাজাপ্রাপ্ত মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় সেদিন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।